অ্যাকসেসিবিলিটি লিংক

নেটোর বাৎসরিক সাইবার নিরাপত্তা মহড়া অপারেশান এসটোনিয়ায়


উত্তর অতলান্তিক মৈত্রি জোট নেটোর বাৎসরিক সাইবার নিরাপত্তা মহড়া অপারেশান লকড্ শিল্ডস্ অনুষ্ঠিত হয় এসটোনিয়ায় – নেটোর সমবায়ি সাইবার প্রতিরক্ষা কেন্দ্র CCDCOE কেন্দ্রে। এর লক্ষ হ’চ্ছে – সর্ব সাম্প্রতিক হ্যাকিংয়ের মুখে মৈত্রিজোটের সদস্য দেশগুলো নিজেদেরকে কতোখানি সূরক্ষিত রাখতে পারছে মহড়া চালিয়ে সেটাই পরখ করে দেখা।

দু’হাজার সাত সালে এই এসটোনিয়াই ছিলো সেই দেশ যারা কিনা ব্যাপক আকারে সাইবার হামলার মুখোমুখি হয়। এবং বিশেষজ্ঞদের অধিকাংশেরই বক্তব্য যে এর জন্যে দায়ি ছিলো ঐ রাশিয়াই। আর এখন বলটিকবর্তী এ দেশটাই নেটোর সাইবার নিরাপত্তা সূরক্ষা প্রয়াসের অগ্রভাগে রয়েছে। কেন্দ্রের সিনিয়র রিসার্চার সীঈম আলাটালু বলেন – এখন সবকিছুই হয় প্রযুক্তি নির্ভর আর তাই যে কোনো কিছুই হ্যাকিং হয়ে যেতে পারে। দু’ হাজার পনেরো – ষোলো সালে য়ুক্রেইনে পাওয়ার নেটওয়ার্ক খাতে হ্যাকিং হয়েছিলো কিয়েভ, এর জন্যে রাশিয়াকে দায়ি ঠাওরেছিলো - অবশ্য মস্কো সে দায় স্বীকার করেনি। এখন প্রশ্ন দেখা দিচ্ছে ঐসব হূমকি সামাল দিতে নেটোর তরফে যথেস্ট উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা।

XS
SM
MD
LG