ভারতে, রাজধানী নতুন দিল্লির উপকন্ঠে, নির্মানাধীন একটি ছ’ তলা ভবন ভেঙ্গে পড়লে তাতে কম হ’লেও তিন ব্যক্তির মৃত্যু হয়েছে ব’লে এখন নিশ্চিতভাবে বলা হচ্ছে। শতাধিক উদ্ধার কর্মি মিলে এখন ধংসস্তুপের ভেতরে – ক্রেইনের সাহায্যে সন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছেন – হতাহত কেউ ভেতরে, ধংসস্তুপের নিচে আটকিয়ে রয়েছে কিনা তা দেখার জন্যে। উদ্ধার কাজে সন্ধানী কুকুর বাহিনীকেও কাজে লাগানো হচ্ছে। ভবনটির মালিক ও তাঁর দু’ সহযোগীকে আটক করা হয়েছে – জিজ্ঞাসাবাদ চলছে।
ভারতে – জুন-সেপ্টেম্বরের বর্ষা মৌসূমে হর হামেশাই এরকমের ভবন-ধসের, বিল্ডিং ভেঙ্গে পড়ার ঘটনা শুনতে পাওয়া যায়।