অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন দিল্লির উপকন্ঠে ছ’তলা ভবন ভেঙ্গে তিন ব্যক্তির মৃত্যু


ভারতে, রাজধানী নতুন দিল্লির উপকন্ঠে, নির্মানাধীন একটি ছ’ তলা ভবন ভেঙ্গে পড়লে তাতে কম হ’লেও তিন ব্যক্তির মৃত্যু হয়েছে ব’লে এখন নিশ্চিতভাবে বলা হচ্ছে। শতাধিক উদ্ধার কর্মি মিলে এখন ধংসস্তুপের ভেতরে – ক্রেইনের সাহায্যে সন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছেন – হতাহত কেউ ভেতরে, ধংসস্তুপের নিচে আটকিয়ে রয়েছে কিনা তা দেখার জন্যে। উদ্ধার কাজে সন্ধানী কুকুর বাহিনীকেও কাজে লাগানো হচ্ছে। ভবনটির মালিক ও তাঁর দু’ সহযোগীকে আটক করা হয়েছে – জিজ্ঞাসাবাদ চলছে।

ভারতে – জুন-সেপ্টেম্বরের বর্ষা মৌসূমে হর হামেশাই এরকমের ভবন-ধসের, বিল্ডিং ভেঙ্গে পড়ার ঘটনা শুনতে পাওয়া যায়।

XS
SM
MD
LG