অ্যাকসেসিবিলিটি লিংক

এক রূশ নারীর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জালিয়াতী চালানোর ষড়যন্ত্র


যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালতের গ্র্যান্ড জূরী এক রূশ নারীকে একটি ধারায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জালিয়াতী চালানোর ষড়যন্ত্র পাকানো এবং আরেক ধারায় বিদেশি এক রাষ্ট্রের হয়ে দু’ হাজার ষোলোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে, গোপনে এ্যামেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তারের গোপন তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করেছেন। আগ্নেয়াস্ত্র অধিকার বা গান রাইটসের প্রবক্তা – ন্যাশনাল রাইফেলস এ্যাসোসিয়েশান বা NRA-র সঙ্গে ঘনিষ্ট সংযোগ রয়েছে – এমনি ঐ নারী ২৯ বছর বয়সী মারিয়া বূটীনাকে, এ্যাটর্ণী জেনারেলের দফতরে কোনো বিজ্ঞপ্তি না দিয়েই এ দেশে গোপন তৎপরতা চালানোর দায়ে গ্রেফতার করা হয় রবিবার দিন। দ্বীতিয় ধারার অভিযোগটি যুক্ত করা হয় গতকাল মঙ্গলবারদিন।

XS
SM
MD
LG