অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরনার্থী শিবিরের বিপুল সংখ্যক নারী ট্রমার শিকার


নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে। এদের ৫৩ শতাংশ নারী। যাদের ৫৪ শতাংশের বয়স ১৮ বছরের নিচে। এদের একটি বড় অংশ অন্তঃসত্ত্বা। বড় আরেকটি অংশ ধর্ষন ও নানা নির্যাতনের শিকার হওয়া নারী ও কিশোরী। অনেকের সামনে মা বোনকে ধর্ষন করা হয়েছে, পিতা ও ভাইকে হত্যা করা হয়েছে।

তারা মানসিক ও শারিরীক ট্রমার শিকার। তারা বিষাদগ্রস্থ। তারা মানসিক চাপে রয়েছেন। তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হয়েছে শিবিরে, কিন্তু মানসিক ও প্রজনন স্বাস্থ্যের যত্ন নেয়ার কোনো ব্যবস্থা নেই। কেনো নেই, কিভাবে করা যায়, এসব নিয়ে আজকের আলাপন। অংশ নিচ্ছেন ডা: মোহাম্মাদ নাকিবউদ্দীন। তিনি জন্স হপকিন্স স্কুল অফ মেডিসিন-এ চিকিৎসা বিজ্ঞানে গবেষনা করছেন। কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল যোগ দিচ্ছেন।

XS
SM
MD
LG