অ্যাকসেসিবিলিটি লিংক

লাওসে বাঁধ ভেঙ্গে বেশ কয়েকজন নিহত ও শত শত মানুষ নিখোঁজ


লাওসে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মানাধীন বাঁধ ভেঙ্গে বেশ কয়েকজন নিহত ও শত শত মানুষ নিখোঁজ হয়েছে।

লাওসের দক্ষিন-পূর্ব অঞ্চলে আত্তাপেউ প্রদেশে সোমবার দিনশেষ ঝেপিয়ান-ঝে নাম নয় নামক বাঁধে এই দুর্ঘটনা ঘটে। বাধটি ভেঙ্গা যাওয়ায় ৫ বিলিয়ন ৫০০ কোটি কিউবিক মিটার পানি ঐ জেলায় ছড়িয়ে পড়ে। আকস্মিক বন্যায় ভেসে যায় শত শত ঘর বাড়ী। ৬ হাজার ৬০০ মানুষ গৃহহীন হয়ে পড়ে।

প্রধানমন্ত্রী থংগ্লন সিসোলিথ জরুরী বৈঠক করেন মন্ত্রীপরিষদের সদস্যদের সঙ্গে এবং দ্রুত জরুরী সহায়তার নির্দেশ দেন। ঐ জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধটি লাওস, দক্ষিন কোরিয়া ও থাইল্যান্ডের একটি যৌথ প্রকল্প। এ বছরই কাজ শেষ হওয়ার কথা ছিল।

XS
SM
MD
LG