অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসে দাবাগ্নিতে অন্তত ৪৯ জন নিহত


গ্রীসের এথেনস এ দাবাগ্নিতে অন্তত ৪৯ জন নিহত ও ১৪০জন আহত হয়েছে। প্রবল আগুন ছড়িয়ে পড়েছে রিসোর্ট শহরটির বিভিন্ন স্থানে। এথেনসের পূর্ব ও পশ্চিমাংশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে; আগুন নেভাতে এবং আক্রান্তদের সহায়তায় নিয়োগ করা হয়েছে সেনাবাহিনী।

ইউরোপীয়ন ইউনিয়নের প্রতি সাহায্যের আবেদন জানানো হয়েছে এথেনসের পক্ষ থেকে। সাইপ্রাস, স্পেন, ইটালী, জার্মানী, পোল্যান্ড ও ফ্রান্স প্লেন ও অগ্নিনির্বাপক কর্মী পাঠিয়েছেন সহায়তার জন্যে।

গ্রীসের প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস বসনিয়া সফর সংক্ষিপ্ত করে এথেনসে ফিরেছেন এবং বিভিন্ন সংস্থার সঙ্গে পরামর্শ করছেন কিভাবে মানুষদে নিরাপদে রাখা যায় তা নিয়ে। প্রথম আগুনের সূত্রপাত ঘটে এথেনসের ৫০ কিলোমিটার পশ্চিমে কিনেতা নামের একটি শহরের পাইন জঙ্গল থেকে।

XS
SM
MD
LG