বাংলাদেশের তৈরি পোশাক কারখানা সমূহের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি দেখভাল করার জন্য গঠিত ইউরোপের পোশাক আমদানিকারকদের সংগঠন একর্ড তাঁর কার্যক্রম সমাপ্ত করার জন্য সরকারের কাছে তাঁদের অবস্থানের মেয়াদ বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
একর্ড এক বিবৃতিতে বাংলাদেশে তাদের অবস্থানের মেয়াদ ৩ বছর বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে তাদের প্রস্থানের পর তারা যে কাজ করত তার তদারকির জন্য বাংলাদেশ সরকার যে শক্তিশালী সংস্কার সমন্বয় সেল আরসিসি গঠন করেছে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর ইউরোপ এবং উত্তর আমেরিকার পোশাক আমদানি কারকরা বাংলাদেশের পোশাক কারখানা সমূহের নিরাপত্তা নিশ্চিতের কাজ তদারক করতে যথাক্রমে একর্ড এবং অ্যালায়েন্স নামে দুইটি সংগঠনকে ৫ বছরের জন্য নিয়োগ দিয়েছিল যার মেয়াদ গত মে মাসে শেষ হয়।
একর্ড এবং অ্যালায়েন্স তাদের কার্যক্রম শেষের জন্য বাংলাদেশে আরও ৩ বছর থাকার সিদ্ধান্ত নিলেও, বাংলাদেশ সরকার তাদেরকে আগামী ডিসেম্বর পর্যন্ত থাকার অনুমতি দিয়ে এরপর আর মেয়াদ বৃদ্ধি করা হবেনা বলে সাফ জানিয়ে দেয়। সরকার বলছে তারা চলে গেলে আরসিসি বাকি যে কাজ রয়েছে তা সমাপ্ত করেতে সমর্থ হবে।
তবে ইউরোপের প্রায় শোয়া দুইশ ব্র্যান্ড একর্ড ভুক্ত থাকলেও ১৮০ টির মত ব্র্যান্ড একর্ড এর বাংলাদেশে অবস্থান করার পক্ষে মত দিয়েছে বলে গন মাধ্যমের খবরে বলা হয়েছে। তারা বলছে শ্রমিকরা অনিরাপদ অবস্থায় থাকলে বাংলাদেশ থেকে পোশাক কেনার বিষয়ে তাদের সুনামের ঝুঁকি থেকে যাবে। সে ক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে পোশাক কেনার বিষয়টি পুনঃ বিবেচনা করতে পারে।