অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা সম্ভাবনার কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প


ইরানের সঙ্গে সরাসরি আলোচনা সম্ভাবনার কথা বলেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনা আছে কিনা, ইটালীর প্রধানমন্ত্রী গিউসেপ কন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি বৈঠকে বিশ্বাসী। আপনি যখন যুদ্ধ, ক্ষুধা দারিদ্র বা নানা সংকটের সম্ভাবনা দেখেন, তখন বসে কথা বলাটাই শ্রেয়। বৈঠক করায় কোনো দোষ নেই”।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করা বৈঠকের উদাহরণ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা থাকা স্বত্বেও বৈঠকে চমৎকার আলোচনা হয়েছে।

তিনি বলেন, “ইরান চাইলে আমি নিশ্চয় ইরানের সঙ্গে বৈঠকে বসবো। আমি জানি না তারা প্রস্তুত কিনা। এখন তাদের সময় ভালো যাচ্ছে না। আমি যে কোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত”।

XS
SM
MD
LG