অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্ত দেয়াল তৈরিতে প্রতিনিধি পরিষদের প্রতি আহবান প্রেসিডেন্ট ট্রাম্পের


অবৈধ অভিবাসিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির ওপর জোর দিয়ে প্রতিনিধি পরিষদের প্রতি আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তা মানে জাতীয় নিরাপত্তা। শক্তিশালি দেশের সীমান্তও শক্তিশালী হওয়া জরুরী”।

তিনি বলেন, “সবচেয়ে খারাপ অভিবাসন আইন থাকার কারনে যুক্তরাষ্ট্র গোটা বিশ্ব হাসির পাত্রে পরিণত হয়েছে”।

এর আগে তিনি টুইটার বাতায় বলেন, সীমান্ত দেয়াল তোলার বিষয়ে তাঁর আবেদন পাশ না হলে, সেপ্টেম্বরের শেষ নাগাদ শাটডাউন বা সরকারের কাজকর্ম সাময়িকভাবে বন্ধ হলে তাঁর কিছু করার নেই। দেয়াল তোলা এবং অভিবাসন কড়াকড়ি করার জন্য তিনি ২৫ বিলিয়ন বা ২৫০০ কোটি ডলার বরাদ্দ চান কিনা এ প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি শাটডাউন এড়াতে ঐ দাবীর কথা বলেছেন, তবে তিনি আলোচনায় রাজী আছেন।

তিনি ডিভি ভিসার জন্য লটারী বন্ধেরও পরামর্শ দিয়েছেন। এর পরিবর্তে তিনি মেধা ভিত্তিক অভিবাসনের পক্ষে কথা বলেছেন যাতে মেধাবীরা চাকরী বা লেখাপড়ার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে আসতে বা বসবাস করতে পারে।

XS
SM
MD
LG