সোমবার বাংলাদেশে পুলিশ সূত্রে বলা হয় তারা আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেপ্তার করেছে। রাজধানী ঢাকায় শিক্ষার্থিদের প্রতিবাদ বিক্ষোভ সম্পর্কে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখার জন্য, এবং ফেসবুকে তার পোস্টিং এর জন্য তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশে যান পরিবহন নিরাপত্তা আইন আরও ভাল ভাবে কার্যকর করা এবং স্কুলগুলোর আশেপাশে পথযাত্রীদের আরও সুরক্ষার দাবীতে শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ করছে।
এক পুলিশ কর্মকর্তা মশিউর রহমান ফরাসী সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন সোমবার ভোরে আলমকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সংবাদ মাধ্যমগুলোকে মিথ্যে তথ্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হয়।রবিবার পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ অব্যাহত থাকে।
শনিবার রাতে রাজধানী ঢাকায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা হয়। রাষ্ট্রদূত, একটি বেসরকারি সংগঠনের প্রধান বদিউল আলম মজুমদারের বাড়িতে, বিদায়কালীন নৈশভোজের পর ফিরছিলেন যখন ওই হামলা হয়। কেউ আহত হয়নি।
প্রতিবাদকারীকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে ও লাঠি চার্জ করে।