অ্যাকসেসিবিলিটি লিংক

ভুমিকম্পের পর ইন্দোনেশিয়ায় চলছে উদ্ধার অভিযান


ইন্দোনেশিয়ার সৈকত অবকাশ নিবাসগুলোয় রবিবারের প্রলয়ংকারি ভুমিকম্পের যে আঘাতে শতাধিক মানুষের প্রাণ বিনাশ হয় তার পর সেখানে এখনো চলছে নিরন্তর- সন্ধান তৎপরতা, উদ্ধার অভিযান।

বাসিন্দাদের যাঁরা বাড়িঘর খুইয়েছেন তাঁরা এখন ঠাঁই নিয়েছেন অস্থায়ি তাঁবুর শিবিগুলোয়- সোমবার নাগাদ পর্যটক সকলকেই প্রায় উদ্ধার করে অন্যত্র স্থনান্তরিত করা হয়েছে। রবিবার ঐ ভূমিকম্প যুক্তরাষ্ট্রের ভুতাত্বিক জরিপে যে পরিমাপ করা হয়েছে তাতে ছয় দশমিক নয় মাত্রার ব’লে উল্লেখ করা হয়। এ ভুমিকম্প আঘাত হানে লোম্বোক দ্বীপের উত্তর প্রান্তে- সাড়ে দশ কিলোমিটার গভীরে। সংক্ষিপ্ত সময়ের জন্যে সূনামী বিপদসংকেতরও উদ্বব ঘটে এতে । পার্শ্ববর্তী গিলি দ্বীপ এবং সেই সঙ্গে বালী – সূমবাওয়া এবং পুর্ব জাভার অংশবিশেষেও এর ঝটকা অনুভূত হয়।

কর্মকর্তারা ব’লছেন – দু’ হাজারেরও বেশ লোককে সোমবার গিলি থেকে স্থানান্তরিত করা হয অন্যত্র।

XS
SM
MD
LG