অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যালিফোর্নিয়ায় রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড়ো দাবানল


যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলবর্তী ক্যালিফোর্নিয়া রাজ্যের কতৃপক্ষিয় সুত্রে বলা হচ্ছে- বনাঙ্গি যেটা শুরু হয়েছিলো এক সপ্তাহেরও বেশি আগে – রাজ্যের ইতিহাসের হিসেবে ওটা এখন সবচেয়ে বড়ো দাবানল রুপে পরিগণিত হচ্ছে।

এখন Mendocino নামে চিহ্নিত ঐ দাবানল এখন ভিন্ন ভিন্ন দু’টি আঞ্চলিক বনাঙ্গীর একত্রিত যূথবদ্ধতায় মিলিত হয়ে রাজ্যের উত্তরাঞ্চলের এক লক্ষ পনেরো হাজার হেক্টর ভূখন্ড ছারখার করে ফেরলছে – এর আগের বনাঙ্গী দু’ হাজার সতেরোর ডিসেম্বরের দাবানল টমাসের আকৃতিকেও ছাপিয়ে গিয়েছে। ক্যালিফোর্নিয়ার বন বিভাগ ও অগ্নি নির্বাপক দফতরের হিসেবে বলা হচ্ছে – এবারের এই Mendocino দাবানল মাত্রই ৩০ শতাংশ মাত্রায় প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

XS
SM
MD
LG