অ্যাকসেসিবিলিটি লিংক

চুক্তি বাস্তবায়ন করছে না উত্তর কোরিয়া- জন বল্টন


যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনে বলেছেন – গেলো জুনে সিঙ্গাপুরে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে উত্তর কোরিয় নেতা কিম জং ঊন পরমানু বিমুক্তির যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন তার বাস্তবায়নে এখনো তিনি ব্যর্থাতার পরিচয় দিয়েই যাচ্ছেন।

ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে জন বল্টন বলেন – বাগাড়ম্বরতাই চাইনা আমরা, আমরা চাই উত্তর কোরিয়ার তরফে পরমানূ বিমুক্তিকরণ। বলেন – আমরা মনে করি ঐ পরমানূ বিমুক্তিকরণের জন্যে যাই প্রয়োজন সে পদক্ষেপ উত্তর কোরিয়ার তরফে গৃহিত হয়নি। বল্টন বলেন – উত্তর কোরিয়ার ওপর থেকে বিধিনিষেধ প্রশমনের কথা বিবেচনা যুক্তরাষ্ট্র করছে না।

XS
SM
MD
LG