অ্যাকসেসিবিলিটি লিংক

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত কওসরকে গ্রেফতার করল এনআইএ


 دھماکے کے بعد مکہ مسجد کے باہر پولیس کی بھاری نفری کو تعینات کر دیا گیا تھا۔ 18 مئی 2007
دھماکے کے بعد مکہ مسجد کے باہر پولیس کی بھاری نفری کو تعینات کر دیا گیا تھا۔ 18 مئی 2007

পশ্চিম বঙ্গ রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত কওসরকে গ্রেফতার করল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা national investigation agency এনআইএ।

দক্ষিণ ভারতের বেঙ্গালুরু স্টেশন তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। খাগড়াগড়কাণ্ডে পলাতক কওসরকে ধরতে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। তাকে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে। কওসরের বাসস্থান থেকে কিছু ইলেকট্রনিক্স দ্রব্য ও কিছু বিস্ফোরকের নমুনা উদ্ধার হয়েছে।

গত জুলাই মাসের আট তারিখে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে আরও এক অভিযুক্ত সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই জঙ্গিনেতার উপরেও দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন।

উল্লেখ করা যেতে পারে দুহাজার চৌদ্দো সালের দোসরা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে জঙ্গিদের একটি ডেরায় বিস্ফোরণ ঘটে। দু’জন মারা যায়। তদন্তে পশ্চিমবঙ্গ তথা ভারতে জামাতুল মুজাহিদিন বা জেএমবি-এর বিশাল নেটওয়ার্কের কথা জানা যায়। ঘটনায় দুই জামাত নেতা কওসর ও সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লার নাম উঠে আসে। এ-পার বাংলার মাটিকে ব্যবহার করে ও-পার বাংলায় ধারাবাহিক নাশকতার প্রস্তুতি চলছিল বলে চার্জশিটে জানায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG