অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিয় নির্বাচনে অনিয়ম হবে না সেই নিশ্চয়তা দিতে পারছেন না বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার


বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন জাতিয় নির্বচনের মত বড় বড় নির্বাচনে অনিয়ম হবে না সেই নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।

মঙ্গলবার ঢাকায় সাংবাদিকের কাছে এমন মন্তব্য করে সিইসি বলেন সিটি নির্বাচনে যে সকল অনিয়ম হয়েছে সেগুলোর তদন্ত চলছে। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন বলে সাংবাদিকরা সিইসির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন জাতিয় সংসদ নির্বাচনে এমন কোন অসুবিধা হবে বলে তিনি মনে করেননা।

এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন শিক্ষার্থীদের চলমান আন্দোলন জাতীয় নির্বাচনের ওপর কোন প্রভাব ফেলবে না। তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলনে নির্বাচন নিয়ে কোন দাবি বা বক্তব্য নাই।

XS
SM
MD
LG