ইটালী কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে-গতকাল মঙ্গলবার যে মহাসড়ক-সেতু ভেঙ্গে পড়ে ইটালীর গেনোয়ায়, তাতে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭। এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে বলা হচ্ছে। ঐ যে মোরান্ডী ব্রিজ ভেঙ্গে পড়ে প্রলয়ংকরী এক ঝড়ের সময় তারই ভগ্নস্তুপের ভেতরে ভেতরে সন্ধান তৎপরতা- উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে লাগাতার।
ব্রিজ থেকে বিচ্ছিন্ন কংক্রিটের-ইস্পাতের ভগ্নাংশগুলো গিয়ে পড়ে ৪৫ মিটার উচ্চতা থেকে নিচে, ব্রিজের তলায় শিল্পাঞ্চলবর্তী গুদামঘরের মাথায়। কতৃপক্ষিয় সূত্রে বলা হচ্ছে- নিহতদের সবাই প্রায় গাড়ি চালক বা গাড়ির আরোহি- গাড়ির বাইরের কেউ নিহতদের ভেতর ছিলো বলে জানা যায়নি।
ঐ ব্রিজের রক্ষনাবেক্ষনের দায়িত্ব প্রাপ্ত কোম্পানী Autostade per I’Italia ই এর জন্যে দায়ি ব’লে দোষারোপ ক’রেছেন ইটালীর পরিবহন মন্ত্রী দানিলো তোনীনেলী। বলেন – কোম্পানী তাদের দায়বদ্ধতা পূরণ করেনি। তোনীনেলী বলেন – সরকার এখন দেশের সকল পুরোনো সেতু ও সূড়ঙ্গ পথের দেশব্যাপি ইন্সপেকশান অভিযান চালাবে। এই ব্রিজটি ইটালী ও ফ্রান্সের মধ্যেকার মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত। ব্রিজটির উদ্বোধন হয়েছিলো ১৯ শ’ ৬৭ সালে – হালের ক’ বছর ব্রিজটির ভগ্নদশা পরিদৃষ্ট হয়েছিলো বলে শোনা যায়। ইটালীর ডেপুটী প্রধানমন্ত্রী মাত্তিয়ো সালভিনী বলেন – মঙ্গলবারের এ বিপর্য্যয়ের পর এখন মনে হ’চ্ছে- ইটালীকে পরিকাঠামো খাতে অনেক বেশি অর্থ ব্যয় ক’রতে হবে- তার জন্যে য়ুরোপিয় য়ুনিয়নের বেঁধে দেওয়া বাজেট-নিতি অতিক্রম করতে হ’লেও তা ক’রতে হবে।
ব্রিজটির মেরামতি কাজ কিছু হয়েছিলো দু’ হাজার ষোলো সালে – আরো কিছু কাজ বাকি রয়ে গিয়েছিলো।