অ্যাকসেসিবিলিটি লিংক

তামাকের ব্যবহার ও স্বাস্থ্য ঝুঁকি


গত আট বছরে বাংলাদেশে তামাকের ব্যবহারকারীদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে গ্যাটস প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে।

ধুমপান বিষয়ে বা তামাকের ব্যবহার নিয়ে যতো গবেষণা হয়েছে এবং তার ফলাফল যা হয়েছে, তাতে- এর পক্ষে বলা বা ধুমপানকে ভালো বলার মতো কোনো পয়েন্ট নেই। ভয়েস অব আমেরিকার ক্যারোল পিয়ারসনের রিপোর্টে তিনি বলেছেন- দিনে আপনি যদি মাত্র একটি সিগারেটও খান- আপনার হার্ট এ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তাতে বেড়ে যায়।

ধুমপান ও তামাকের ব্যবহার নিয়ে বৃটিশ গবেষকরা অন্তত শ’দেড়েক রকমের গবেষণা করেছেন। নানাভাবে পরীক্ষা নীরিক্ষা করে দেখেছেন তারা। আর ইতি টেনেছেন এই বলে যে দিনে মাত্র একটি সিগারেট খাওয়ার ফলেও, অধুমপায়ীদের তুলনায়, হার্ট এ্যাটাকের ঝুঁকি বাড়ে ৫০ শতাংশ, স্ট্রোকের ঝুঁকি বাড়ে ৩০ শতাংশ।

এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন মাদক বিরোধি সংগঠন মানাসের প্রধান ডা. অরুপ রতন চৌধুরী এবং তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

XS
SM
MD
LG