অ্যাকসেসিবিলিটি লিংক

খাগড়াছড়ির এক সমাবেশে দুর্বৃত্তের গুলিতে ৬ উপজাতি নিহত


বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের খাগড়াছড়ি পার্বত্য জেলা শহরের স্বনির্ভর এলাকায় শনিবার ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট ইউপিডিএফ এর এক সমাবেশে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা গুলি চালালে ৬ উপজাতি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন যাদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ছয় জনই ইউপিডিএফ এর নেতা এবং সমর্থক বলে দাবি করেছে সংস্থাটি। স্থানীয় লোকজন বলছেন, খাগড়াছড়ি শহরে প্রকাশ্যে এত মানুষ নিহত হওয়ার ঘটনা এই প্রথম। আজকের হামলার সময় দুর্বৃত্তরা ঘটনাস্থলের কাছে পুলিশ বক্সেও গুলি করেছে বলে জানিয়েছে পুলিশ।

ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের জন্য সংস্কারপন্থী জন সংহতি সমিতি জেএসএস এবং গনত্রন্ত্র কামি ইউপিডিএফকে দায়ী করেছে। তবে ওই সংগঠন দুইটি এ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ এবং ইউপিডিএফ সূত্র জানায় নিহত ইউপিডিএফ নেতা ও সমর্থকরা হলেন তপন চাকমা, এলটন চাকমা, পলাশ চাকমা, জিতায়ন চাকমা, রূপম চাকমা ও জিরাত চাকমা।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সেখান থেকে সংবাদদাতারা জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG