অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকানদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রহনযোগ্যতা ৪২ শতাংশ


প্রেসিডেন্ট হিসাবে আমেরিকানদের কাছে ডনাল্ড ট্রাম্পের গ্রহনযোগ্যতা এখন ৪২ শতাংশ। মধ্যবর্তী নির্বাচনের সময় যতোই এগিয়ে আসছে রিপাবলিকানরা প্রেসিডেন্টের এই গ্রহনযোগ্যতার হার গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন।

গ্যালপ জরিপে প্রেসিডেন্টের গ্রহনযোগ্যতার হার ৪২ শতাংশ, অগ্রহনযোগ্যতার হার ৫২ শতাংশ। মনমাউথ ইউনিভার্সিটি জরিপে তাঁর গ্রহনযোগ্যতার হার ৪৩ শতাংশ, অগ্রহনযোগ্যতার হার ৫০ শতাংশ।

তবে গত সপ্তাহে গ্যালপ, কুইনিপিয়াক এবং NPR/PBS Newshour/Marist জরিপে তাঁর গ্রহনযোগ্যতার হার ছিলো যথাক্রমে ৩৯, ৩৮ এবং ৩৯।

ঐতিহাসিকভাবে, দায়িত্বে থাকা পে্রসিডেন্টের গ্রহনযোগ্যতা ৫০ এর নীচে থাকলে তাঁর দল সাধারণত মধ্যবর্তী নর্বাচনে কিছু আসন হারায়। প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও প্রেসিডেন্ট বারাক ওবামার গ্রহনযোগ্যতা পেসিডেন্ট ট্রাম্পের তুলনায় খানিকটা বেশি থাকার পরও তাঁদের সময়কার প্রথম মধ্যবর্তী নির্বাচনে ৫০টারও বেশী আসন হারান।

XS
SM
MD
LG