নিজ দল লিবারেল পার্টির নেতৃত্বের যোগ্যতার চ্যালেঞ্জের কাছে জিতে গেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
অস্ট্রেলিয়ার গ্রীনহাউজ গ্যাস নি:স্বরণ কমানোর পরিকল্পনা বাতিল করার পরিপ্রেক্ষীতে দলের রক্ষণশীলদের প্রতিবাদের পর টার্নবুল ভোটাভুটির আহবান জানান। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন, যিনি একদিন আগেও প্রধানমন্ত্রীর পক্ষে ছিলেন, তাঁর পক্ষ থেকে পরদিন প্রশ্নের মুখোমুখি হন টার্নবুল।
লিবারেল পার্টির আইনপ্রনেতা ও হুইপ নোলা মারিনো বলেন মঙ্গলবারের ভোটাভুটিতে টার্নবুল ৪৮-৩৫ ভোটে ডুটনকে হারিয়ে দেন। ভোটে হারার পর ডুটন মন্ত্রীত্ব ছেড়ে দেন। তবে তিনি দলীয়ভাবে বৃহস্পতিবার নাগাদ টার্নবুলের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।