অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের দুই মন্ত্রী ও এক নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগপত্র বাতিল


আফগানিস্তানের দুই মন্ত্রী ও এক শির্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগপত্র বাতিল করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। প্রতিরক্ষা মন্ত্রী তারেক শাহ বাহরামি, স্বরাস্ট্র মন্ত্রী ওয়াইস আহমেদ বারমাক এবং শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মসোম স্ট্যানেকজাই শনিবার তাদের পদত্যাগপত্র দাখীল করেন।

অফগান সরকারের মুখপাত্র বলেন প্রেসিডেন্ট গানি তাদেরকে দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো করার লক্ষ্যে কাজ করে যাওয়ার পরামর্শ। দিয়েছেন। দেশজুড়ে সন্ত্রাস বেড়ে যাওয়া, তালিবান দমনে ব্যর্থতাসহ নানা অভিযোগের মুখে শনিবার আফগানিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মো: হানিফ আতমার হঠাৎ পদত্যাগ করার পর তারা পদত্যাগপত্র জমা দেন।

আতমার তার পদত্যাগপত্রে বলেন সরকারের নীতি নির্ধারণী মহলের সঙ্গে মতপার্থক্য হওয়ায় তিনি পদত্যাগ করছেন। প্রেসিডেন্ট গানি দ্রুত তার পদত্যাড়পত্র গহ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত হামাদুল্লাহ মহিবকে তার স্থলে নিয়োগ দেন। রবিবার ৩৫ বছর বয়সী মহিবকে নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসাবে পরিচয় করান প্রেসিডেন্ট গানি।

XS
SM
MD
LG