ইসলামিক স্টেটের আফগানিস্তানের নেতা আব্দু সাদ এরহাবি ড্রোন হামলায় নিহত হয়েছে। নাংগারহার প্রদেশের খোগিয়ানি জেলায় রাতভরের হামলায় সাদ মারা যায়। ঐ অঞ্চলটি ISK-P এর হেডকোয়ার্টার বলে পরিচিত।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন গতরাতের হামলায় ঐ জঙ্গী দলটির দুটি ঘাটি সম্পূর্ন ধ্বংস করে দেয়া হয়েছে। আফগান গোয়েন্দা কতৃপক্ষ এবং আন্তর্জাতিক বাহিনী ঐ হামলায় সহায়তা করেন।
যুক্তরাষ্ট্রের সেনা মুখপাত্র লে: কর্নেল মার্টিন ওডনেল বলেন সন্ত্রাস বিরোধী ঐ হামলায় যুক্তরাষ্ট্রের বাহিনী পরিচালনা করে।