অ্যাকসেসিবিলিটি লিংক

গীর্জার যৌন হয়রানীর রটনায় পোপ ফ্রান্সিসের সৃষ্টিকর্তার ক্ষমা প্রার্থনা


রোমান ক্যাথলিক গীর্জার বিষয়ে সম্প্রতি যে যৌন হয়রানীর খবর বা রটনা উঠেছে তাতে উদ্বেগ প্রকাশ করে পোপ ফ্রান্সিস সৃষ্টিকর্তার ক্ষমা প্রার্থনা করেছেন।

আয়ারল্যান্ড সফরকালে সেখানকার নক শহরের এক গির্জায় বলেছেন ঐ রটনা একটি শক্ত ও মারাত্মক ক্ষত। আয়ারল্যান্ড গীজৃার যৌন কেলেংকারীর ঘটনার নিন্দা প্রকাশ করেন তিনি।

ডাবলিনের ফিনিক্স পার্কে বিশাল সমাবেশে শান্তির বার্তা দিয়ে আয়ারল্যান্ড সফর শেষ করছেন পোপ ফ্র্যান্সিস। পোপকে এক নজর দেখতে ৫ লক্ষ্ মানুষ ঐ সমাবেশে জড়ো হবেন বলে বলা হচ্ছে।

অপরদিকে প্রতিবাদ বিক্ষোভেরও পরিকল্পনা রয়েছে অপর দলের। চার্চে যৌন হয়রানির ঘটনার বিণষয়ে পোপ ফ্রান্সিস যেনো কড়া ব্যবস্থা নেন সেই দাবীতে প্রতিবাদ করবেন হাজার হাজার মানুষ।

শনিবার পোপ ফ্রান্সিস তিনি আয়ারল্যান্ডে চার্চ হয়রানির শিকার বহু মানুষ এবং বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন। ৪০ বছরে পোপের এই প্রথম আয়ারল্যান্ড সফর। তিনি গীর্জায় যৌন হয়রানির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

XS
SM
MD
LG