অ্যাকসেসিবিলিটি লিংক

হাওয়াই রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বর্ষন, ভূমিধ্বস ও বন্যা


হাওয়াই রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বর্ষন, ভূমিধ্বস ও বন্যার সৃষ্টি করে মৌসুমী ঝড় লেন অন্যদিকে ঘুরে গেছে।

হাওয়াইয়ের রাস্তাসহ বড় বড় অনেক স্থাপনা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। গত দুদিন হাওয়াই কতৃপক্ষ যে ঝড়ের পূর্বাভাস দিয়ে আসছিলো, সতর্কতা জারি করছিলো ঝড় পশ্চিমে মোড় নেয়ার পর থেকে National Weather Service তা বন্ধ করেছে। তবে বন্যা ও পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে।

XS
SM
MD
LG