অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবল বৃষ্টিতে সড়কে ধ্বস নেমে সিকিম-পশ্চিমবঙ্গ সংযোগ প্রায় বিচ্ছিন্ন


দিন দুয়েক ধরে প্রবল বৃষ্টির ফলে ১০ নম্বর জাতীয় সড়ক ও ৩১সি জাতীয় সড়কে ধস নেমে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের সংযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

১০ নম্বর জাতীয় সড়ক সিকিমের রাজধানী গ্যাংটক ও পশ্চিমবঙ্গের কালিম্পং এর মধ্যে যোগাযোগ রাখে, আর ৩১ সি যোগ করে ডুয়ার্স ও শিলিগুড়িকে। বৃহস্পতিবার রাতে গ্যাংটকের ৭০ কিলোমিটার আগে রাস্তার প্রায় কুড়ি মিটার বসে যায়। ওদিকে শিলিগুড়ির লাগোয়া সেবকে ধস নেমে রাস্তা আটকে যায়। ফলে দুদিকেই বহু গাড়ি আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন পর্যটকেরাও। আজ যাদের শিলিগুড়ি থেকে ট্রেন অথবা বাগডোগরা থেকে বিমান ধরার কথা, তাঁরা ৫০/৬০ কিলোমিটার ঘুরপথ দিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সরু পাহাড়ি রাস্তায় একটি ছোট সেতু ভেঙ্গে পড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যায়। হিমালয়ের এই দিকটায় অবশ্য বর্ষাকালে ধস নামা নতুন কিছু নয়। পূর্ত দফতরের সঙ্গে সেনাবাহিনীও রাস্তা সারাইয়ে হাত মেলায়। তবে এই বার বৃষ্টি না থামায় সারাইয়ের কাজে বিঘ্ন হচ্ছে। দীপংকর চক্রবর্তী ভয়েস অফ আমেরিকা কলকাতা

XS
SM
MD
LG