যুক্তরাষ্ট্রের দক্ষিনাঞ্চলে আঘাত করা গ্রীস্মমন্ডলীয় ঝড় ফ্লরেন্সের আঘাতে এ পর্যন্ত ৫ জন মারা গেছে।
জাতীয় হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ি ফ্লরেন্সের কারনে নর্থ ও সাউথ ক্যারোলাইনায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। দশ লক্ষেরও বেশী ঘরবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
নর্থ ক্যারোলাইনা গভর্ণর রয় কুপার বলেছেন ফ্লরেন্স ব্যাপক ক্ষয় ক্ষতি ঘটাতে পারে। তবে ঝড়ের গতি কমে এক মাত্রার হ্যারিকেনে পরিণত হয়েছে। প্রবল বাতাস এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
উইলমিংটন পুলিশের তথ্য অনুযায়ী ফ্লরেন্সের আঘাতে একটি বাড়ীতে গাছ পড়ে এক মা ও এক শিশু নিহত হয়েছে, আরেক নারী মারা গেছে হার্ট এ্যাটাকে, ৭৮ বছর বয়সী এক লোক মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপর একজন বাতাসের তোড়ে মারা গেছে।
প্রবল বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় নর্থ ক্যারোলাইনার বিভিন্ন স্থান থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।