অ্যাকসেসিবিলিটি লিংক

বস্টনের মেরিম্যাক ভ্যালীতে গ্যাস বিস্ফোরণের পর জরুরী অবস্থা ঘোষণা


বস্টনের উত্তেরর মেরিম্যাক ভ্যালী নামের একটি শহরের গ্যাস বিস্ফোরণের পর ম্যাসাচুসেটস গভর্ণর চার্লি বেকার সেখানে জরুরী অবস্থা ঘোষণা করেন।

বৃহস্পতিবার ঐ শহরের গ্যাস লাইনে উচ্চ চাপের কারনে বিস্ফোরণ ঘটলে ৬০ থেকে ৮০টি বাড়ীতে আগুন লাগে। এতে ১৮ বছর বয়সী লিওনেল রন্ডন নামের এক যুবক তার বাড়ীর চিমনীর নিচে পড়ে মারা যায়; আহত হয় ২৫ জন। এতে ৮ হাজার অধিবাসিকে নিরাপদে সরিয়ে নিতে হয়।

বৃহস্পতিবার ঐ বিস্ফোরণ ঘটার পরদিন শুক্রবার গভর্ণর এই জরুরী অবস্থা ঘোষণা করেন। স্থাণীয় গ্যাস কোম্পানী কলাম্বিয়া গ্যাস, সংকট অবস্থা মোকাবেলায় পারদর্শী নয় বলেও তিনি মন্তব্য করেন।

XS
SM
MD
LG