অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করার আবেদন জানিয়েছে ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশন


 United Nations Security Council
United Nations Security Council

গত ২৭ আগস্ট ২০১৮ তারিখে মিয়ানামারের রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য নৃ-তাত্ত্বিক সংখ্যালঘুদের উপর গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অভিযুক্ত করে জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, তা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশন যৌথভাবে জাতিসংঘের সাধারণ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানিয়েছে এই বলে যে, তারা যেন অচিরেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি’র কাছে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করে।

উল্লেখ্য, জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দীর্ঘ ১৫ মাসের তদন্ত শেষে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ৪৪০ পৃষ্ঠার যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে, তাতে রাখাইনসহ মিয়ানমারের কাচিন, শান এবং আরাকান রাজ্যে মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের ভয়ঙ্কর সব বিবরণ উঠে এসেছে। জাতিসংঘের ওই তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির শীর্ষ ছয়জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এবং বিচার হওয়া দরকার।

XS
SM
MD
LG