অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্তে দেওয়াল নির্মাণের অর্থবরাদ্দে বাধা সৃষ্টির জন্য ডেমক্র্যাটিক বিধায়কদের দোষারোপ করেছেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্যয় প্রস্তাবে সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য অর্থবরাদ্দে বাধা সৃষ্টির জন্য ডেমক্র্যাটিক দলের বিধায়কদের দোষারোপ করেছেন । তিনি এ রকম আভাষও দেন যে এই ঘটনার জন্য তাঁর স্বদলীয় রিপাবলিকানরা ও দায়ি।ট্রাম্প এক টুইট বার্তায় জানতে চান , সীমান্ত সুরক্ষা এবং দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ এই হাস্যকর ব্যয় বরাদ্দ প্রস্তাবে কোথায় আছে ? মধ্য মেয়াদি নির্বাচনের পর কোথা থেকে তা আসবে ? তিনি আরও লেখেন ডেমক্র্যাটরা আইন প্রয়োগকারীদের এবং সীমান্ত সুরক্ষীদের বাধা দিচ্ছে। রিপাবলিকানদের কঠোর অবস্থান নিতে হবে।

সেনেট গত মঙ্গলবার পঁচাশি হাজার চার শ’ কোটি ডলারের ব্যয় বরাদ্দ অনুমোদন করেছে এবং এর কারণে ডিসেম্বরের গোড়া পর্যন্ত সামরিক এবং অনেকগুলো অসামরিক দপ্তরের কাজ যথারীতি চলবে। তবে এই প্রস্তাব যা আগামি সপ্তায় প্রতিনিধি পরিষদের অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে , তাতে ট্রাম্পের দীর্ঘ প্রতিশ্রুত, যুক্তরাষ্ট্র –মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কোন অর্থ বরাদ্দ করা হয়নি। ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন যে দেয়ালের জন্য অর্থায়ন না দিলে , পয়লা অক্টোবর সরকারী দপ্তর বন্ধ করে দেয়া হবে। রিপাবলিকান নেতারা বলছেন তারা চান বিষয়টি ৬ই নভেম্বরের নির্বাচনের পর নিস্পত্তি করা হোক।

XS
SM
MD
LG