অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন চাকরি সৃষ্টি করার প্রস্তাব প্রত্যাহার করেছেন জ্যাক মা


阿里巴巴集团董事局主席马云在上海出席2018世界人工智能大会 (2018年9月18日)
阿里巴巴集团董事局主席马云在上海出席2018世界人工智能大会 (2018年9月18日)

চীনের প্রযুক্তি বিষয়ক ধনাঢ়্য ব্যক্তি জ্যাক মা যুক্তরাষ্ট্রে দশ লক্ষ নতুন চাকরি সৃষ্টি করার তাঁর প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলছেন যে বিশ্বের এই দুটি সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তির মধ্যে বানিজ্য লড়াই বৃদ্ধি পাওয়ায় , এ প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়।প্রযুক্তি প্রতিষ্ঠান আলী বাবার প্রধান , ২০১৭ সালের জানুয়ারিতে তদানিন্তন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে , নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নেতা তখন বলেছিলেন , জ্যাক এবং আমি কিছু খুব ভাল কাজ করতে যাচ্ছি।

কিন্তু গত রাতে , চীনের সরকারী বার্তা সংস্থা শিনহুয়ায় প্রকাশিত এক সাক্ষাৎকারে মি মা বলেন ওয়াশিংটন ও বেইজিং ‘এর মধ্যে যে পাল্টা-পাল্টি শুল্ক লড়াই চলছে , তাতে যুক্তরাষ্ট্রে তার বিনিয়োগের পরিকল্পনা বাতিল করতে হচ্ছে। তিনি বলেন চীন –যুক্তরাষ্ট্র সহযোগিতা এবং যুক্তিসঙ্গত দ্বিপাক্ষিক বানিজ্যিক সম্পর্কের উপর ভিত্তি করেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতি সেই ভিত্তিটাকে নষ্ট করেছে এরই মধ্যে।উল্লেখ করা যেতে পারে যে এ সপ্তায় ট্রামপ জানান যে তিনি কুড়ি হাজার কোটি ডলারের আমদানি করা চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করছেন । তাৎক্ষণিক ভাবেই চীন যুক্তরাষ্ট্র থেকে আনা ছ হাজার কোটি ডলারের পণ্যের উপর ৫ থেকে ১০ শতাংশ শুল্ক আরোপ করে।

XS
SM
MD
LG