অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনিজুয়েলার ইতিহাসে ভয়াবহতম মানবাধিকার লংঘনের অভিযোগ


ভেনিজুয়েলার ইতিহাসে ভয়াবহতম মানবাধিকার লংঘনের অভিযোগ উঠেছে নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে।

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এক রিপোর্টে উল্লেখ করেছে এই দক্ষিন আমেরিকান দেশটিতে হত্যার ঘটনা সব রেকর্ড ছাড়িয়ে গেছে যা অনেক দেশের যুদ্ধের সময়কার গণহত্যাকে ছাড়িয়ে গেছে।

রিপোর্ট বলা হয় সন্ত্রাস দমনের নামে দেশের নিরাপত্তা কর্মকর্তাদের হাতে ঘটছে সহিংসতা। ২০১৫-২০১৭ সালে বিচার বহির্ভুত হত্যার ঘটনা ঘটেছে ৮ হাজার ২৯২টি।

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্পেইনের পরিচালক এস্তেবান বেল্ট্র্যান বলেন তাদের তথ্য আনুযায়ী নিরস্ত্র মানুষের ওপর অত্যাচার ও হত্যার ঘটনাই বেশী দেখা গেছে যা মানবাধিকারের পরিস্কার লংঘন।

হত্যাকান্ড ছাড়াও রিপোর্টে মানবাধিকার লংঘনের অর্ন্যান্য বিষয়গুলোও উঠে এসেছে।

XS
SM
MD
LG