অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রম আইনকে হালনাগাদ করে তা আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ দিয়েছেন মার্শা বার্নিকাট


Marcia Bernicat
Marcia Bernicat

শ্রমিক অধিকার সুরক্ষায় বাংলাদেশের শ্রম আইনকে হালনাগাদ করে তা আন্তর্জাতিক মানে উন্নীত করারা পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মঙ্গলবার ঢাকায় তৈরি পোশাক প্রস্তুত এবং রফতানি কারকদের সংগঠন বিজিএমইএ এর এক অনুষ্ঠানে এমন পরামর্শ দিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন বিষয়টি দীর্ঘায়িত করলে কোন লাভ হবে না বরং আইনকে আন্তর্জাতিক মানে উন্নীত এবং তা কার্যকর করতে পারলে বিদেশের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। এ বিষয়ে ব্যবস্থা নিতে দেরি করা অব্যাহত রাখলে বাংলাদেশের সুনাম ঝুঁকিতে পড়ার আশংকার কথা উল্লেখ করে তিনি বলেন এর ফলে ক্রেতাদের অন্যত্র ঝুঁকে পড়ার হুমকিও বাড়বে। মার্শা বার্নিকাট বলেন গত ৫ বছরে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সহযোগিতায় দেশটির তৈরি পোশাক শিল্পে বড় ধরনের পরিবর্তন এসেছে। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো বিশ্বের সবচেয়ে নিরাপদ কারখানাগুলোর মধ্যে পড়ে বলে মন্তব্য করে তিনি আগামীতে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কষ্টার্জিত অগ্রগতিকে ধরে রাখার পরামর্শ দেন।

এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।

XS
SM
MD
LG