অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে ১২৩৪ জনের মৃত্যু


ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলের দ্বীপ সুলাওয়েসিতে আঘাতকারী ভূমিকম্প ও সুনামিতে এ পর্যন্ত ১২৩৪ জনের মৃত্যু ঘটেছে।

দ্বীপের পালূ শহরটি মারাত্মভাবে বিধ্বস্থ হয়েছে। ধ্বংসাবশেষের কারনে পরিত্যাক্ত দোকান ও বসতবাড়ীতে খাদ্য, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় জিনিষের অভাব দেখা দিয়েছে। মানুষ অসহায় সময় কাটাচ্ছে। সরকারী ত্রানকর্মীদের জরুরী সহায়তা অব্যহত থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

পালু শহরের বিভিন্ন ধ্বসে যাওয়া ভবন ও স্থাপনায় উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। ওদিকে শহরের হোটেল রোয়া রোয়া ধ্বসে ৫০ জনের মতো আটকে পড়েছেন ধ্বংসাবশেষের মধ্যে। তাদেরকেও উদ্ধারের প্রয়াস চলছে।

৭.৫ মাত্রার ঐ ভূমিকম্প ও তার সাথে সুনামীতে অন্তত ৫০ হাজার মানুষ গৃহহীন হযেছে। পালু শহরের হাজার হাজার বাড়ী, ভবন ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সুনামীতে সুলাওয়েসী দ্বীপের রাস্তাগুলো তলিয়ে গেছে।

২০০৪ সালে সুমাত্রাসহ ১৪টি প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশে ৯.১ মাত্রার ভূমিকম্প ও সুনামীতে ২ লাখ ৩০ হাজার মানুষ মারা যায় যার অর্ধেকই মারা যায় ইন্দোনেশিয়ায়।

XS
SM
MD
LG