অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিক হত্যার বিষয়ে সৌদী আরব স্বীকারোক্তি করার প্রস্তুতি নিচ্ছে


যুক্তরাষ্ট্রের দুটি সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়েছে, সৌদী আরব এ কথা স্বীকার করার প্রস্তুতি নিচ্ছে যে সৌদী সাংবাদিক জামাল খাশোগীকে হত্যা করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে যে, সুত্র বলছে খাশোগীর হত্যাকান্ডটি আসলে “জিজ্ঞাসাবাদ ভিন্নপথে মোড় নেওয়ারই ফলাফল।

সৌদী আরব এর পক্ষ থেকে এটা বলার প্রস্তুতি নেয়া হচ্ছে যে, কন্সুলেটের ভেতরে এই সাংবাদিককে জিজ্ঞাসার ব্যাপারটি কতৃপক্ষের অনিমুতি ছাড়াই করা হয়েছে এবং যারা একাজ করেছে তারা দায়ী থাকবে এ কর্মকান্ডের জন্য।

এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই ইঙ্গিত দিয়েছেন যে “হত্যাকারী দুর্বৃত্তের দল” হয়ত সৌদী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সৌদী বাদশা সালমানের সঙ্গে সাক্ষাৎ করা জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেওকে পাঠাচ্ছেন। দু সপ্তাহ আগে ইস্তাম্বুলে সৌদী কনসুলেটে সৌদী সাংবাদিক জামাল খাসোগি প্রবেশ করার পর যে নিখোঁজ হয়ে যান, বাদশা সালমান সে বিষয়ে কিছু জানেন না বলে বলেছেন।

ট্রাম্প সোমবার টুইটারে বলেছেন “এই মাত্র সৌদী আরবের বাদশার সঙ্গে কথা বলেছি। সৌদী আরবের নাগরিকের কী হয়েছে তিনি সে সম্পর্কে কিছু জানেন না বলে বলেছেন।” ট্রাম্প আরও বলেছেন বাদশার সঙ্গে আরও কথা বলার জন্য তিনি পম্পেওকে রিয়াদে পাঠাচ্ছেন।

রবিবার তুর্কী প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান এবং সালমান, খাসোগির নিখোঁজ হওয়ার ঘটনার বিষয়ে একটি যৌথ তদন্ত গ্রুপ গঠন করার ব্যাপারে আলোচনা করেন। তুর্কী কর্মকর্তারা মনে করেন ২রা অক্টোবার সৌদী এজেন্টরা ইস্তাম্বুলে সৌদী কনসুলেটে খাসোগিকে হত্যা করে।

XS
SM
MD
LG