অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউসের কর্তাব্যক্তির সঙ্গে পুতিনের সাক্ষাৎ


রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের পদস্থ এক কর্তাব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে গেলে তাঁর সঙ্গে দেখা করেন – কথা বলেন তাঁর সঙ্গে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে, চুক্তি লংঘিত হয়েছে এ অভিযোগের ভিত্তিতে ঐতিহাসিক পারমানবিক চুক্তি ছেড়ে বেরিয়ে আসার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন কথা ব’লেছেন রূশ নেতার সঙ্গে – তার আগে ক্রেমলীন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তাঁর দু’দিন ধরে – ঐ মাঝারী পাল্লার পারমানবিক ক্ষেপনাস্ত্র চুক্তি হ’তে যুক্তাষ্ট্রের হঠে যাওয়া নিয়ে।

এ চুক্তি বিষয়ে মধ্যস্থতা হয়েছিলো ১৯ শ’ ৮৭ সালে প্রেসিডেন্ট রনাল্ড রেগ্যান আর সোভিয়েট নেতা মিখাইল গোরবাচফের মধ্যেকার আলোচনা দিয়ে। চুক্তিতে, য়ুরোপে মোতায়েন সকল প্রকার মাঝারী ও হ্রস্ব পাল্লার পারমানবিক ক্ষেপনাস্ত্র নির্মূলের শর্ত বাঁধা হয়েছিলো।

এই পর্যায়ে, চুক্তি হতে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসা বাকি রয়েছে এখনো – তবে, এটা যে অত্যাসন্নই, বল্টনের কথাবার্তায় সেটা প্রতিয়মান হয়েছে ইতিমধ্যেই।

XS
SM
MD
LG