২৩শে ডিসেম্বর ২০১৮ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষনে এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি যে নির্বাচনী তফসিল ঘোষণা করলেন, তাতে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯শে নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ২২শে নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯শে নভেম্বর।
নুরুল হুদা আসন্ন নির্বাচনে সকল দলের অংশগ্রহণের প্রত্যাশা করে নিজেদের মতানৈক্যের অবসান আলোচনার মাধ্যমে ঘটাতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সিইসি বলেন, নির্বাচনে সার্বিক শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্র বাহিনীও মোতায়েন থাকবে। তিনি সীমিত আকারে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারে ব্যবস্থা রাখার কথ জানান।