অ্যাকসেসিবিলিটি লিংক

সূচির সম্মানসূচক পুরস্কার প্রত্যাহার করা হয়েছে


মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেওয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার 'ইন্টারন্যাশনাল অ্যাম্বাসাডর অব কন্সসিয়েন্স অ্যাওয়ার্ড' প্রত্যাহার করে নিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সুচিকে লেখা চিঠিতে বিষয়টি জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব কুমি নাইডু।

চিঠিতে পুরস্কার প্রত্যাহারের কারণ হিসেবে বলা হয়, 'এক সময় যে মূল্যবোধের পক্ষে তিনি কাজ করেছেন, তা থেকে লজ্জাজনকভাবে মুখ ঘুরিয়ে নেওয়া'য় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৯ সালে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত নৃশংসতার ব্যাপারে সুচি উদাসীনতা দেখিয়েছেন বলেও অভিযোগ করে অ্যামনেস্টি। সংস্থাটির মতে, মিয়ানমারে অসহিষ্ণুতা দেখা দিচ্ছে এবং মত প্রকাশের স্বাধীনতাও সংকুচিত হচ্ছে।

XS
SM
MD
LG