অ্যাকসেসিবিলিটি লিংক

রাজনীতি এখন ব্যবসায়ীদের হাতে


parliament
parliament

যতোই দিন যাচ্ছে রাজনীতি এবং নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণ ততোই বাড়ছে। বিশ্লেষকগণ বলছেন, রাজনীতি রাজনীতিবিদদের হাতে কিংবা নিয়ন্ত্রণে না থেকে ব্যবসায়ীদের হাতে চলে গেছে ক্রমাগতভাবে। রাজনীতি এখন ব্যবসায়ী নির্ভর এমনটা জানিয়ে বিভিন্ন সংস্থার গবেষণা প্রতিবেদন বলছে, ১৯৫৪ সালের নির্বাচনে ব্যবসায়ীদের সংখ্যা ছিল দশমিক ৫৪ শতাংশ যা এখন ৮০ শতাংশের বেশি। বিশ্লেষকগণ একে সুস্থ ধারার রাজনীতির প্রতি বড় ধরনের চ্যালেঞ্জ বলেই মনে করছেন। আর নির্বাচন এবং রাজনীতিতে ব্যবসায়ীদের সরাসরি অংশগ্রহণ প্রশ্নে সাক্ষাতকারভিত্তিক বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নির্বাচন বিশেষজ্ঞ এবং বর্তমানে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোফায়েল আহমদ। তিনি মনে করেন, রাজনীতি ব্যবসায়ী নির্ভর হয়ে গেলে সৎ, যোগ্য, প্রজ্ঞাবান ব্যক্তিবর্গ রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন- যার স্পষ্ট আলামত ইতোমধ্যেই দেখা যাচ্ছে।..ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:08:31 0:00

XS
SM
MD
LG