অ্যাকসেসিবিলিটি লিংক

মাওবাদীরা আবার নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে


jan07
jan07

পশ্চিমবঙ্গে বেশ কিছু দিন চুপচাপ থাকার পর মাওবাদীরা আবার নিজেদের উপস্থিতি জানান দিতে তৃণমূল নেতাদের মাথা চেয়ে পোস্টার দিতে শুরু করেছে।আজ সকালে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল মহল হিসেবে পরিচিত এলাকায় মুড়াকাটার রাস্তার ধারে গাছের গায়ে বেশ কিছু মাওবাদী পোস্টার সাঁটা থাকতে দেখা যায়। সাদা কাগজে লাল কালি দিয়ে হাতে লেখা পোস্টারগুলোতে তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারী আর বিধায়ক শ্রীকান্তের মুন্ডু চাওয়া হয়েছে। বলা হয়েছে, দুর্নীতিগ্রস্ত এই শাসক দলের বিরুদ্ধে সংগ্রামে নামো, আমরা তোমাদের সঙ্গে আছি। দীর্ঘদিন পর আবার মাওবাদী হুমকিতে স্থানীয় বাসিন্দারা সন্ত্রস্ত হয়ে পড়েন। গুড়গুড়িমাল থানা থেকে পুলিশ গিয়ে পোস্টারগুলো সরিয়ে ফেলে। গত মঙ্গলবার রাতে জঙ্গল মহলের গোয়ালতোড় থেকে চারজন সন্দেহভাজন মাওবাদী গ্রেফতার হওয়ার পর আজ আবার এই ঘটনাকে পুলিশ বেশ গুরুত্ব দিচ্ছে। ওদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কয়েকটি মাওবাদী গোষ্ঠী সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ৮টি জঙ্গি সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

দীপংকর চক্রবর্তীর রিপোর্ট

please wait

No media source currently available

0:00 0:01:12 0:00

XS
SM
MD
LG