অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প-কিম এর দ্বিতীয় শীর্ষ সম্মেলন আগামী বছরের প্রথম দিকে হবার সম্ভাবনা রয়েছে


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জন ঊন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর মধ্যে প্রস্তাবিত দ্বিতীয় শীর্ষ সম্মেলন আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। সংবাদ মাধ্যম NBC news এ সাক্ষাতকার দান কালে তিনি বলেন, এ শীর্ষ সম্মেলনে উত্তর কোরিয়ার পারমানবিক অস্ত্রের সম্পূর্ন তালিকা পেশ করা উচিত।

তিনি আরো বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক যে আমাদের এমন একটি পরিকল্পনা প্রস্তুত করতে হবে যাতে করে আমরা উত্তর কোরিয়ার সকল প্রকার পারমানবিক অস্ত্র চিহ্নিত করতে পারি, সকল পারমানবিক কেন্দ্রগুলোকে সনাক্ত করতে পারি এবং পারমানবিক অস্ত্র নিরস্ত্রীকরণে সমর্থ হই।

তিনি বলেন, এখন আমরা ফলাফল দেখতে আগ্রহী। গত সপ্তাহে ট্রাম্প বলেন, শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা সুন্দরভাবে এগিয়ে চলছে। এ আগ্রগতিতে আমি খুশী। আমাদের কোন তাড়াহুড়ো নেই।

XS
SM
MD
LG