অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সুযোগ


যুক্তরাষ্ট্র গোটা বিশ্বের কাছে স্বপ্নের দেশ। রাজনীতি অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সমাজ সংস্কৃতি- সকল ক্ষেত্রেই যুক্তরাস্ট্র বিশ্বের আকর্ষনীয় স্থান। এজন্য গোটা বিশ্বের মানুষ এই দেশটিকে বেছে নেয় সোনার হরিন অর্জনের লক্ষ্য হিসাবে। শিক্ষার ক্ষেত্রেও ঠিক তাই। হার্ভার্ড, প্রিন্সটন, স্ট্যানফোর্ড, এমাইটি, জন্স হপকিন্স, কলাম্বিয়ার মতো অসংখ্য বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কমিউনিটি কলেজ, এসবের টানে সারা বিশ্বের পড়ুয়ারা চায় যুক্তরাষ্ট্রে লেখাপড়ার স্বপ্ন পূরন করতে। আসেও সারা বিশ্বের হাজার হাজার শিক্ষার্থী। এটা যুক্তরাস্ট্রের জন্যও অন্যতম প্রধান একটি আয়ের খাত। ২২ বিলিয়ন ডলারের মতো আয় হতো এই খাতে। সম্প্রতি যুক্তরাস্ট্রে শিক্ষার্জনের উদ্দেশ্যে আসা শিক্ষার্থীদের হার কিছুটা কমেছে। ভিসা সমস্যা, খরচ বেশী এসব কারনে। এই নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন নিউইয়র্কের পিএমইএ কন্সাল্টেন্সী ইউএসএর সিনিয়র কন্সাল্টেন্ট ও এএসএ ইউএসএ কলেজের কন্সাল্টেন্ট খালিদ মুস্তাক এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের পিএইডি শিক্ষার্থী তারেক মেহেদী।

please wait

No media source currently available

0:00 0:36:12 0:00

XS
SM
MD
LG