অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতার শহীদ মিনারে রামমন্দির ইস্যুতে সমাবেশের ডাক


রামমন্দির ইস্যুতে সমাবেশে
রামমন্দির ইস্যুতে সমাবেশে

আগামী বছর দু হাজার ঊনিশে দেশের লোকসভা ভোটের আগে অযোধ্যায় রামমন্দির তৈরির দাবি জোরালো করা হচ্ছে গেরুয়া শিবিরের তরফে। এই আবহে পশ্চিমবঙ্গেও হিন্দুত্ব ও রামমন্দির তৈরির দাবি তুলে জোর কদমে নামছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের তরফে গোটা ডিসেম্বর মাস জুড়ে রাজ্যের ১৯টি জেলায় হিন্দু সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলাভিত্তিক এই কর্মসূচির মাধ্যমে বাংলাজুড়ে রামমন্দির প্রতিষ্ঠার পক্ষে প্রবল জনমত তৈরি করতে চাইছে ভিএইচপি। পাশাপাশি রাজ্যের সমস্ত মঠ-মন্দির-দেবালয়কে কেন্দ্র করে পৃথকভাবে হিন্দুত্বের প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে এই ধর্মীয় সংগঠনটি। আগামী ১৮ ডিসেম্বর ভিএইচপি’র রাজ্যব্যাপী গ্রাম কমিটির মাধ্যমে মঠ-মন্দিরে সাতদিন ধরে গীতাজয়ন্তী পালন করা হবে। যেখানে সাধু-সন্তদের ঐক্যবদ্ধ বার্তার মাধ্যমে সাধারণ মানুষের কাছে রামমন্দির প্রতিষ্ঠার শপথ নেওয়া হবে। সংগঠনের তরফে জানানো হয়েছে আগামী ১৫ই ডিসেম্বর কলকাতার শহিদ মিনারে ‘বিরাট হিন্দু সম্মেলন’ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে একাধিক প্রদেশ থেকে বহু সাধু-সন্ত-বুদ্ধিজীবীদের হাজির করে কেন্দ্রীয় সমাবেশ করা হবে।

please wait

No media source currently available

0:00 0:01:32 0:00

XS
SM
MD
LG