অ্যাকসেসিবিলিটি লিংক

উবার কোম্পানীকে ১২ লক্ষ ডলার অর্থ জরিমানা


বৃটিশ ও ওলন্দাজ নিয়ন্ত্রকেরা ত্বরিত ভাড়ার মোটোরযান উবার কোম্পানীকে ১২ লক্ষ ডলার পরিমান অর্থ জরিমানা করেছে, বলেছে তাদের যে নিরাপত্তা সুরক্ষা বন্দোবস্ত রয়েছে সাইবার হামলার প্রতিনিবৃত্তকরন এর লক্ষ্যে, তাতে ব্যক্তি বিশেষের তথ্য পরিসংখ্যানের যথোপযুক্ত ঝুঁকি অপ্সারনের ব্যবস্থা নেই।

এ জরিমানা দুহাজার ষোলোর উবার ডেটা হ্যাকিংয়ের সঙ্গে সম্পর্কযুক্ত যখন কিনা প্রায় ৩ কোটি ২০ লক্ষ ব্যবহারকারির তথ্য পরিসংখ্যান ডাউনলোড করেছিল হামলাকারিরা। এর মধ্যে বৃটেনের ছিলো দু’কোটি ৭০ লক্ষ ব্যবহারকারী।

XS
SM
MD
LG