যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে যে ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবি মা্ইকেল কোয়েন তাঁর বিরুদ্ধে আনা বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের নতুন অভিযোগে নিজেকে দোষী বলে আজ স্বীকার করে নিয়েছেন । মূলার ২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছেন।
ঐ খবরে বলা হয়েছে যে কংগ্রেসে মিথ্যে বিবৃতি প্রদানের জন্য নিউ ইয়র্কে ফেডারেল আদালতে কোয়েন নিজের দোষ স্বীকার করে নেন। কোয়েন এরই মধ্যে নির্বাচনী প্রচার অভিযানের আর্থিক নিয়ম লংঘনের কথা স্বীকার করেছিলেন ।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারের মাধ্যমে প্রায় প্রতিদিনই মূলারের বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করে আসছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানে রাশিয়া সম্পৃক্ততা এবং এই তদন্তে বাধা দেওয়ার জন্য প্রোসিডেন্ট হিসেবে
ট্রাম্প কিছু করেছেন কীনা মূলারের এই চলমান তদন্ত সম্পর্কে ট্রাম্প বিরূপ মন্তব্য করেছেন।গত সপ্তায় ট্রাম্প তাঁর নিজের কর্মকান্ড এবং নিউ ইয়র্কের নির্মাণ শিল্পের ধনাঢ্য ব্যবসায়ী থেকে তিনি যে এই প্রথমবার রাজনৈতিক দপ্তরের শীর্ষ ব্যক্তিতে পরিণত হলেন সে সম্পর্কে তাঁর স্মৃতির উপর ভিত্তি করে মূলারের বহু প্রশ্নের জবাব দিয়েছেন। তবে এটা এখনো পরিস্কার নয় যে মূলার ট্রাম্পের জন্য আরো প্রশ্ন পাঠাবেন কী না যখন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে তাঁর প্রথম মেয়াদের প্রায় অর্ধেকটা সম্পন্ন করেছেন।