অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়ার জাতীয় নির্বাচনে অংশগ্রহন বিষয়ে বিভক্ত রায়


খালেদা জিয়া
খালেদা জিয়া

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এবং কারাগারে আটক বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না সে বিষয়ে বিভক্ত রায় দিয়েছে হাইকোর্টের দুই সদস্যের একটি বেঞ্চে।

বগুড়া ৬ ও ৭ এবং ফেনি ১ আসনে মনোনয়নপত্র বাতিল করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন ইসি দিয়েছিল তা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন খালেদা জিয়া। সোমবার হাইকোর্ট বেঞ্চে ওই আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার বেঞ্চের প্রিজাইডিং জাজ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ইসিকে খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিলেও অপর বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির এর সঙ্গে দ্বিমত পোষণ করেন ।

খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছে এখন নিয়ম অনুযায়ী এ মামলার নথিপত্র প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে এবং তিনি তৃতীয় একটি বেঞ্চ গঠন করে দেবেন আবেদন নিষ্পত্তি করার জন্য।

এদিকে, হাই কোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হয়ে যাওয়ায় ফৌজদারি মামলায় দণ্ডিত বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনে অংশ নেওয়ার পথ আটকে গেছে।

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG