সংযুক্ত আরব আমিরাতে, যুক্তরাষ্ট্র এবং তালেবান কর্মকর্তাদের শান্তি আলোচনা শুরু হয়েছে। আফগানিস্তানের যুদ্ধের একটি রাজনৈতিক সুরাহার লক্ষ্যে এই আলোচনা হচ্ছে। পাকিস্তান এই আলোচনার ব্যবস্থা করে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জোড় দিয়ে বলেন, পাকিস্তান, আন্তর্জাতিক সম্প্রদায় এবং অন্যান্য পক্ষ যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি এবং মিমাংসার ব্যপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে আলোচনা হয়েছে। আমরা আশা করি এর ফলে আফগানিস্তানে রক্তপাতের আবসান ঘটবে এবং শান্তি আসবে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জালমায় খালিলজাদ। পাকিস্তানের একজন উর্ধতন কর্মকর্তা এ বিষয়টি ভয়েস অফ অ্যামেরিকাকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ মাসের আগের দিকে তালিবানদের শান্তি আলোচনায় বসতে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে চিঠি লেখেন। এরপর পাকিস্তান ঐ আলোচনার ব্যবস্থা করে।
যুক্তরাষ্ট্র এবং তালেবান কর্মকর্তাদের শান্তি আলোচনা শুরু

সংযুক্ত আরব আমিরাতে, যুক্তরাষ্ট্র এবং তালেবান কর্মকর্তাদের শান্তি আলোচনা শুরু হয়েছে। আফগানিস্তানের যুদ্ধের একটি রাজনৈতিক সুরাহার লক্ষ্যে এই আলোচনা হচ্ছে।