অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনী মোতায়েন


বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তা করতে আগামীকাল সোমবার থেকে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে।

নির্বাচনের ছয়দিন আগে সশস্ত্র বাহিনী মোতায়েনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্য ফ্রন্ট এবং বিএনপি। রোববার এক বার্তায় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন আশা প্রকাশ করেছেন সশস্ত্র বাহিনী আসন্ন নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও আশা করেছেন যে সেনাবাহিনী জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিবে না অথবা কোনও ব্যক্তি বা দলের পক্ষে কাজ করবে না।

এক পৃথক বিবৃতিতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির সংসদ নির্বাচনের প্রাক্কালে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়ে বলেন আমরা বিশ্বাস করি, সেনা মোতায়েনের ফলে নির্বাচনের পরিবেশ সুন্দর ও নিরপেক্ষ হবে।

এদিকে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেছেন নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না । তিনি বলেন, নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG