অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে দুদিনের সফর শেষে দেশে ফিরেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন


চীনে দুদিনের সফর শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশে ফিরেছেন। সফরে কিম, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কুটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক নান বিষয়ে আলোচনা করেন।

চীনে দুদিনের সফর শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশে ফিরেছেন। সফরে কিম, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কুটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক নান বিষয়ে আলোচনা করেন।

কিমের বিশেষ উড়োজাহাজ বুধবার বিকালে বেইজিং ছেড়ে যায়।

চীণে এটি উনের চতুর্থ সফর। তবে যুক্তাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে শি জিংপিং এর সঙ্গে বৈঠক বেশ গুরুত্বপূর্ন বলে মনে করেন অনেকেই।

দক্ষিন কোরিয়ার সংবাদ সংস্থা জানায় কিম চীনের অর্থনৈতিক জোনের একটি ফার্মাসিউপটিক্যাল কারখানা সফর করেন।

অনেকে বলছেন কিম জং উন তার স্ত্রী রি সোল জুকে নিয়ে তার জন্মদিনে চীন সফর করেন এবং শি জানপিং এর সঙ্গে মঙ্গলবার বৈঠকে অংশ নেন। রাতে শি এবং তার স্ত্রীর সঙ্গে ডিনার করেন। তবে দুই নেতার আলোচনার বিষযবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

XS
SM
MD
LG