অ্যাকসেসিবিলিটি লিংক

স্টীভ কিং বলেছেন তাকে বেশ কয়েকটি কংগ্রেসীয় কমিটি থেকে অপসারিত করা হচ্ছে একটি রাজনৈতিক সিদ্ধান্ত


যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বিধায়ক স্টীভ কিং বলেছেন – শ্বেতাঙ্গ জাতিয়তাবাদ ও শ্বেতাঙ্গ শ্রেয়ত্ব নিয়ে করা তাঁর মন্তব্যের কারণে তাঁ’কে যে অনেক ক’টি কংগ্রেসীয় কমিটি থেকে অপসারিত করা হয়েছে সেটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত- যাতে সত্যবাদিতার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু দলের নেতা কেভীন ম্যাকার্থী সোমবার ব’লেছেন – আয়োয়া থেকে এই নিয়ে নবম বারের মেয়াদে নির্বাচীত সংসদ বিধায়ক কিংকে এমাসে যে কংগ্রেস অধিবেশন শুরু হয়েছে তাতে তাঁকে কমিটির দায়দায়িত্ব দেওয়া হবেনা । কিং এ অবধি কৃষি, ক্ষুদ্র ব্যবসা এবং বিচার বিভাগীয় কমিটিতে কাজ ক’রেছেন ।

নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় গত সপ্তাহে প্রকাশিত স্টীভ কিংয়ের একটি সাক্ষাৎকার থেকে এ পরিস্থিতির উদ্ভব হয় – যাতে কিনা কিং বলেছেন ‘ শ্বেতাঙ্গ জাতিয়তাবাদ,শ্বেতাঙ্গ শ্রেয়ত্ববাদ , পশ্চিমা সভ্যতা- এসব শব্দ কটু কিভাবে ?

তবে তাঁর অশোভন-অশালীন মন্তব্যের সূচনা সেই দু’ হাজার ছয় সালে- যখন কিনা অভিবাসিদেরকে তিনি গবাদীপশুর সঙ্গে তুলনা করেছিলেন ।

XS
SM
MD
LG