অ্যাকসেসিবিলিটি লিংক

নাইরোবিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে চোদ্দ অসামরিক মানুষ


কিনিয়ার প্রেসিডেন্ট উহুরূ কিনিয়াটা ব’লেছেন – রাজধানী নাইরোবিতে বিলাসবহুল একটি হোটেল এবং দফতর প্রাঙ্গনে যে প্রাণঘাাতি হামলা হয় সেটার অবসান ঘটেছে এখন।

কিনিয়ার প্রেসিডেন্ট উহুরূ কিনিয়াটা ব’লেছেন – রাজধানী নাইরোবিতে বিলাসবহুল একটি হোটেল এবং দফতর প্রাঙ্গনে যে প্রাণঘাাতি হামলা হয় সেটার অবসান ঘটেছে এখন।

বুধবার সকালে দেশব্যাপী প্রচারিত টেলিভিশন সম্প্র্রচারে প্রেসিডেন্ট কিনিয়াটা বলেন – DusitD2 Complex –এর ঐ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে চোদ্দ অসামরিক মানুষ – আরক্ষা বাহিনীর লোকজন সাত শ’ অসামরিক ব্যক্তিকে রক্ষা করতে সমর্থ হ’য়েছে। কিনিয়াটা বলেন - DusitD2 Complex –এর ঐ সন্ত্রাসী হামলায় সংশ্লিষ্ট সকল সন্ত্রাসীকেই বিনাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর নিশ্চিত করে জানিয়েছেন নিহতদের ভেতর একজন এ্যামেরিকান ছিলেন – কিন্তু তাষ নামধাম উল্লেখ করা হয়নি। বৃটিশ এক নাগরিকও এতে নিহত হন ব’লে বলা হ’য়েছে।

মঙ্গলবারের ঐ হামলার দায়দায়িত্ব দাবী ক’রেছে আসশাবাব সন্ত্রাসী গোষ্ঠী। এই আসশাবাব সন্ত্রাসী দল কিনিয়ায় এর আগেও বহূবার সন্ত্রাসী হামলা চালিয়েছে- দু’ হাজার তেরোর সেপ্টেম্বরে, নাইরোবির ওয়েস্টগেইট মলের হামলায় নিহত হয়েছিলো ৬৭ ব্যক্তি।

XS
SM
MD
LG